ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

অল্প দিনের মধ্যেই শিক্ষার হার শতভাগে উন্নীত হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, জানুয়ারি ৩০, ২০১৬
অল্প দিনের মধ্যেই শিক্ষার হার শতভাগে উন্নীত হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আর অল্প কিছুদিনের মধ্যেই দেশে শিক্ষার হার শতভাগে উন্নীত হবে। একটি দেশে শিক্ষিতের সংখ্যা যতো বেশি হবে, দেশ ততো এগিয়ে যাবে।

২০০৯ সালে দেশের শিক্ষার হার ছিল শতকরা ৪৭ ভাগ, এখন ৭৮ ভাগ।

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে ঐতিহ্যবাহী ঝালকাঠি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি এসময় বলেন, আর এজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিনামূল্যে বই বিতরণ, অবৈতনিক শিক্ষাসহ শিক্ষা ক্ষেত্রে উৎসাহ দিতে নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

ঝালকাঠি সরকারি মহিলা কলেজ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বিমল চক্রবর্তী।  

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সেলিম সরকারসহ শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের কর্মকর্তারা এতে বক্তব্য রাখেন।

দিনব্যাপী নানা আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শিল্পমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।