ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

না.গঞ্জে মাদকের বিরুদ্ধে শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, জানুয়ারি ৩০, ২০১৬
না.গঞ্জে মাদকের বিরুদ্ধে শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: ‘মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ে তুলুন’ স্লোগান নিয়ে নারায়ণগঞ্জে মাদক বিরোধী শোভাযাত্রা করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।



শহরের সস্তাপুরস্থ উপজেলা কার্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি লিংকরোড হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির।

এ সময় অন্যদের মধ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয়ের পরিদর্শক তমিজ উদ্দিন মৃধা, ব্যবসায়ী মজিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।