ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

হিলিতে ইয়াবাসহ নারী আটক

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, জানুয়ারি ৩০, ২০১৬
হিলিতে ইয়াবাসহ নারী আটক ছবি: প্রতীকী

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি মধ্যবাসুদেবপুর এলাকা থেকে একশ পিস ইয়াবাসহ বানু (৩৮) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়।



আটক বানু চুড়িপট্টি এলাকার মুক্তার হোসেনের স্ত্রী।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী বাংলানিউজকে জানান, ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সকালে বিজিবির সদস্যরা হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুর এলাকা থেকে একশ পিস ইয়াবাসহ ওই নারীকে আটক করে। পরে তাকে ইয়াবাসহ হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানান।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।