ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন প্রতিযোগিতার প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, জানুয়ারি ২৬, ২০১৬
রাজশাহীতে জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন প্রতিযোগিতার প্রস্তুতি

রাজশাহী: রাজশাহীতে জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি আয়োজিত ৪৫তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রতিযোগিতার আয়োজক রাজশাহী শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক কমিটির সভাপতি প্রফেসর আবুল কালাম আজাদ মঙ্গলবার (২৬ জানুয়ারি) বাংলানিউজকে জানান, আগামী ৩১ জানুয়ারি বিকেল ৩টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আর বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এর উদ্বোধন করবেন।

প্রতিযেগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের ছাত্র-ছাত্রীরা ক্রিকেট, হকি, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিকাস প্রতিযোগিতায় অংশ নেবে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।