ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

হাইমচরে ট্রলার ডুবিতে নিখোঁজ ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, জানুয়ারি ২৬, ২০১৬
হাইমচরে ট্রলার ডুবিতে নিখোঁজ ৮ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরের হাইমচরে ঘনকুয়াশায় বালুবাহী কার্গোর ধাক্কায় ৬০ যাত্রী নিয়ে ডুবে যাওয়া ট্রলারের ৮ যাত্রী নিখোঁজ রয়েছেন। বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।



নিখোঁজরা হলেন- আলেয়া বেগম (২৫), সিয়াম (৮), স্বর্ণা(৪), শাহাজাদী (৩০), নার্গিস (৮), মানিক (৪), রতন(আড়াই বছর), ফাহিম (২)।

এরা সবাই হাইমচর উপজেলার চর ভৈরবী, চরভাঙ্গা ও মৃধাকান্দি এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের কর্মকর্তা রতন কুমার দত্ত বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যা হওয়ার কারণে নিখোঁজদের উদ্ধার অভিযান বন্ধ রয়েছে।

সকাল ১০টায় হাইমচর উপজেলার তেলির মোড় এলাকায় ট্রলারটি মেঘনার পশ্চিম পাড় ইশানবালায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।
 
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
পিসি/

** হাইমচরের মেঘনায় ট্রলার ডুবি, নিখোঁজ ৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।