ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, জানুয়ারি ২৬, ২০১৬
চুয়াডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: নতুন প্রজম্মকে প্রযুক্তি নির্ভর করার লক্ষে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(২৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক বেগম সায়মা ইউনুছ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।



মেলা উদ্বোধন উপলক্ষে দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক বেগম সায়মা ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান, নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুন উজ্জামান প্রমুখ।

উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজিত মেলায় ৪৫টি স্টলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।