ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বাংলাদেশ ব্যাংক গভর্নরের উদ্যোগে শ্রীমঙ্গলে শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, জানুয়ারি ২৬, ২০১৬
বাংলাদেশ ব্যাংক গভর্নরের উদ্যোগে শ্রীমঙ্গলে শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানের উদ্যোগে শ্রীমঙ্গলে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম চলছে।
 
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।


 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহীদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনশো শীতার্ত মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল হুদা, বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব ও পরিচালক সজল দেব।
 
বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বাংলানিউজকে বলেন, ইতোমধ্যে প্রায় পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। গত ১২ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান প্রায় দু’শো কম্বল বিতরণ করে কার্যক্রমের শুভ উদ্বোধন করে গেছেন।
 
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা জানুয়ারি ২৬, ২০১৬
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।