ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

যে জনগণ-উন্নয়নের স্বার্থে কাজ করবে তাকে নির্বাচিত করবেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, জানুয়ারি ২৫, ২০১৬
যে জনগণ-উন্নয়নের স্বার্থে কাজ করবে তাকে নির্বাচিত করবেন

নেত্রকোনা: নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) রেবেকা মমিন বলেছেন, যে ব্যক্তি জনগণ ও উন্নয়নের স্বার্থে কাজ করবে তাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে টোকের কান্দা এলাকায় মদন-খালিয়াজুরী উপজেলার সংযোগ এলাকায় সাবমার্জিবল সড়ক ও বালই নদীর উপর সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি (এমপি) এসব কথা বলেন।



তিনি বলেন, জনগণের স্বার্থে ও এলাকার উন্নয়নে যে ব্যক্তি বা দল কাজ করবে আপনারা তাকেই ভোট দিয়ে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, সম্পাদক শহীদ ইকবাল।

এছাড়া অনুষ্ঠানে সভাপতি নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান সমাপনী বক্তব্য রাখেন।

তিনি বলেন, নেত্রকোনার হাওরাঞ্চল মদন-খালিয়াজুরী উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ও স্থানীয় সংসদ সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় সড়ক ও জনপথ অধিদপ্তর দুই উপজেলার যাতায়াত ব্যবস্থা সহজতর করতে ওই সেতু নির্মাণ বাস্তবায়ন করবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।