ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

না.গঞ্জে ৫ খুন: নাজমার জামিন নামঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, জানুয়ারি ২৫, ২০১৬
না.গঞ্জে ৫ খুন: নাজমার জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের একই পরিবারের ৫জন হত্যা মামলার এজাহারনামীয় আসামি নাজমা আক্তারের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট চাঁদনী রূপম এ আদেশ দেন।



এর আগে আদালতে হাজির করা হলে নাজমার পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল। কিন্তু শুনানি শেষে তার আবেদন নাকচ করে দেন আদালত।

নারায়ণগঞ্জ আদালতের উপ-পরিদর্শক (এসআই) গোলাম হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

১৮ জানুয়ারি রাতে নাজমা আক্তারকে শরীয়তপুরের ডামুইড্যা থেকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে ১৬ জানুয়ারি রাতে শহরের ২নং বাবুরাইলের একটি বাসায় একই পরিবারের ৫ জনকে হত্যা করা হয়।

এ ঘটন‍ায় ২১ জানুয়ারি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মাহফুজ নামে নিহতদের এক আত্মীয়।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।