ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, জানুয়ারি ২৫, ২০১৬
খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরীর উপশহরে স্কুলের খেলার মাঠে শিক্ষা অধিদফতরের ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

রাজশাহী পরিবেশ আন্দোলন কমিটির আয়োজনে সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।



মানববন্ধনে বক্তারা খেলার মাঠ হত্যা বন্ধ করে শিশু-কিশোরদের সুস্থ জীবন গড়ে তোলার সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে আহ্বান জানান। একই সঙ্গে উপশহর খেলার মাঠে ভবন নির্মাণ বন্ধ না করা হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকি দেন তারা।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা সাইদুল রহমান, মুক্তিযোদ্ধা বরজাহান আলী, নগর ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক দেবাশীষ রায় দেবু, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বেলার বিভাগীয় সমন্বয়ক তন্ময় স্যানাল প্রমুখ।

মানববন্ধন চলাকালে সমাবেশ পরিচালনা করেন রাজশাহী সচেতন নাগরিক কমিটির সদস্য মনিরা রহমান মিঠি।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসএস/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।