ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

বিমান দুর্ঘটনায় ব্রিটিশ হাইকমিশনারের উদ্বেগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, জুলাই ২১, ২০২৫
বিমান দুর্ঘটনায় ব্রিটিশ হাইকমিশনারের উদ্বেগ সারাহ কুক।

ঢাকা: রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (২১ জুলাই) এক বার্তায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

সারাহ কুক বলেন, ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমরা উদ্বিগ্ন ও দুঃখিত। ক্ষতিগ্রস্তদের প্রতি এবং জরুরি পরিষেবা দেওয়াকারীদের প্রতি আমাদের সমবেদনা।

উল্লেখ্য, সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।

টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।