ঢাকা: রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (২১ জুলাই) এক বার্তায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।
সারাহ কুক বলেন, ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমরা উদ্বিগ্ন ও দুঃখিত। ক্ষতিগ্রস্তদের প্রতি এবং জরুরি পরিষেবা দেওয়াকারীদের প্রতি আমাদের সমবেদনা।
উল্লেখ্য, সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।
টিআর/আরবি