ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

‘হঠাৎ শব্দ হলো, দেখি বিমান বিধ্বস্ত হয়ে দোতলা ভবনের পাশে পড়ে আছে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, জুলাই ২১, ২০২৫
‘হঠাৎ শব্দ হলো, দেখি বিমান বিধ্বস্ত হয়ে দোতলা ভবনের পাশে পড়ে আছে’ ছবি: জিএম মুজিবুর

উত্তরা থেকে: ‘তখন বেলা ১টা ১০ মিনিট। হঠাৎ করে শব্দ শুনতে পাই।

সে সময় আমি লাইব্রেরিতে ছিলাম। বের হয়ে দেখি একটি বিমান বিধ্বস্ত হয়ে দোতলা ভবনের পাশে পড়ে আছে। ’

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার বর্ণনা এভাবেই বাংলানিউজকে দিচ্ছিলেন মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী।

তার ভাষ্যে, বিমানটি আছড়ে পড়তেই ঘটনাস্থল থেকে ধোঁয়া বের হতে শুরু করে। দুর্ঘটনায় ক্লাসে থাকা শিক্ষার্থীরা আহত হয়।

ফায়ার সার্ভিস জানায়, তারা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছে যে, উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি সশস্ত্র বাহিনীও উদ্ধারকাজে যোগ দেয়।  

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বাংলানিউজকে বলেন, বিমান দুর্ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ চলমান আছে।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৩ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি। এদের বেশির ভাগই শিক্ষার্থী বলে জানা গেছে।

আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

আহত অন্যদের নিকটস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে।

দুজন নার্স ও চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্ঘটনায় আগুনে পুড়ে যাওয়ার পাশাপাশি বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বেলা পৌনে ৪টার দিকেও ভেতর থেকে সাইরেন দিয়ে অ্যাম্বুলেন্স বের হতে দেখা যায়।

দুর্ঘটনাটির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর শিক্ষার্থী-অভিভাবকসহ আতঙ্কিত লোকজন ছোটাছুটি করছে।

এছাড়া দুর্ঘটনার পরপরই সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। কিছু লোকজন উদ্ধারকাজে সহায়তা করলেও ভিড় বেশি হওয়ার কারণে ফায়ার সার্ভিসসহ অন্যদের স্বাভাবিক তৎপরতা ব্যাহত হচ্ছে।

এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।