ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

শ্লীলতাহানির অভিযোগ

যাত্রাবাড়ী থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, জানুয়ারি ২০, ২০১৬
যাত্রাবাড়ী থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা ছবি: প্রতীকী

ঢাকা: শ্লীলতাহানির অভিযোগ এনে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী সংকরসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

এক নারী বাদী হয়ে বুধবার (২০ জানুয়ারি) ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন।



মামলায় আসামি করা হয়েছে যাত্রাবাড়ী থানার ওসি (পরিদর্শক) অবনী সংকর, উপ-পরিদর্শক (এসআই) জসিম, এসআই জামান, কনস্টেবল দেবাশীষ ও মুগদা থানার এসআই আবদুল কাদেরকে।

বাদীর আইনজীবী শহীদুল হক মামলা দায়েরের বিষয়টি বাংলানিউজকে জানান। তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম বাদীর আংশিক জবানবন্দি গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বাকি জবানবন্দি গ্রহণ করে মামলা গ্রহণের বিষয়ে আদেশ দেবেন আদালত।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এমআই/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।