ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, জানুয়ারি ২০, ২০১৬
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের (পাওয়ার টিলার) ধাক্কায় সাদেক (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
 
বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ফাড়াবাড়ি সড়কের বরুনাগাঁও মোড়ে এ দুর্ঘটনা ঘটে।



নিহত সাদেক সদর উপজেলার কশালবাড়ি গ্রামের মৃত খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফারাবাড়ি থেকে মোটরসাইকেলে করে শহরে আসছিলেন সাদেক। পথে ফাড়াবাড়ি সড়কের বরুনাগাঁও মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাদেকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাক্টরটি পালিয়ে গেলে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঠাকুরগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।