ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

মহেশখালীতে টমটমের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, জানুয়ারি ২০, ২০১৬
মহেশখালীতে টমটমের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলায় টমটমের (ব্যাটারিচালিত ইজি বাইক) ধাক্কায় মোহাম্মদ রায়হান (৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



রায়হান মহেশখালী কুতুবজোম হামিতার পাড়া এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে। সে কুতুবজোম খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো।

রায়হানের মা শারমিন বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো রায়হান স্কুলে যাচ্ছিল। এসময় সে খোন্দকার পাড়ায় জসিমের দোকান পর্যন্ত পৌঁছালে বেপরোয়া গতির একটি টমটম তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কিন্তু এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। পরে সদর হাসপাতালের নেওয়ার পথে মৃত্যু হয় তার।

কক্সাবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নোবেল কুমার বড়ুয়া বাংলানিউজকে জানান, হাসপাতালে পৌঁছার আগেই শিশুটির মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।