ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

ক‍ুমিল্লায় বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, জানুয়ারি ২০, ২০১৬
ক‍ুমিল্লায় বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

কুমিল্লা: কুমিল্লা নগরীর নুরপুর এলাকায় রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বোমা সদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এটি উদ্ধার করা  হয়।



কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রব বাংলানিউজকে জানান, একসঙ্গে তিনটি ব্যাট‍ারি স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিলো। স্থানীয়রা বস্তুটি দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ আটক যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।