ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

বিদেশিদের পর্যটনস্থান ঘুরে দেখার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, জানুয়ারি ২০, ২০১৬
বিদেশিদের পর্যটনস্থান ঘুরে দেখার আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিদেশিদের বাংলাদেশের পর্যটনস্থানগুলো ঘুরে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওয়েস্টিন হোটেলে দুই দিনব্যাপী ঢাকা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স রিসার্চ কনফারেন্স-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।



অনুষ্ঠানে উপস্থিত অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার নাগরিকদের উদ্দেশে তিনি এ আহ্বান জানিয়েছেন।

মেডিকেল ট্যুরিজম, হিস্ট্রিরিক্যাল ট্যুরিজমসহ এ দেশে বিভিন্ন ট্যুরিজমের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন ইকবাল সোবহান।

অন্য প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা ও জ্ঞান অর্জন ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার বাজেটে শিক্ষাখাতে গুরুত্ব দিচ্ছে। যাতে দক্ষ ও শিক্ষিত কর্মী বিদেশে পাঠিয়ে আরও বেশি রেমিটেন্স অর্জন করা যায়।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হ্যাম্পটন ইউনিভার্সিটির নির্বাহী পরিচালক ফ্রান্সিকো এস করোলেন, উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আজিজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এমআইএস/টিআই

**  পর্যটন খাতে দেশে ৮ বিলিয়ন ডলারের বেশি আয়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।