ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

গোবিন্দগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৯, জানুয়ারি ২০, ২০১৬
গোবিন্দগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত ১ ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিলা ডিগ্রি কলেজের কাছে বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তিনি ওই বাসের যাত্রী বলে জানা গেলেও তার নাম পরিচয় জানা যায়নি।

এতে আরও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, সকালে উল্লাস পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। পথে মহিলা কলেজের কাছে ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রীর মারা যান। এ দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ১৫ জন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসআই






বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।