ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

মৌলভীবাজারে ছুরিকাঘাতে কিশোর খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২০, জানুয়ারি ১৭, ২০১৬
মৌলভীবাজারে ছুরিকাঘাতে কিশোর খুন ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজারে বন্ধুর ছুরিকাঘাতে নাদিম নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে স্থানীয় শাহ মোস্তফা সড়কে এ ঘটনাটি ঘটে।

নাদিম শহরের বেরিরচড় এলাকার বাসিন্দা বলে পুলিশ জানায়।

জানা যায়, সন্ধ্যার পর শাহ মোস্তফা সড়কে নাদিম ও ইমনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ইমন ছুরি দিয়ে তাকে বুকে আঘাত করে। এতে গুরুতর আহত হয় নাদিম। তাকে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।