ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

মগবাজারে গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৯, জানুয়ারি ১৭, ২০১৬
মগবাজারে গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর মগবাজার দিলু রোড এলাকার ৩৭৬ নম্বর ভবনের সামনে একটি সাদা প্রাইভেট মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-গ-৫১-১৮৪৩) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার ভজেন সরকার জানান, খবর পেয়ে তাদের ২টি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়।

মধ্যরাতে রমনা থানার ডিউটি অফিসার আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গাড়িটি সড়কে রাখা ছিল। তবে অগ্নিকাণ্ডে আশপাশে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।