ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

চাঁদপুর প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, জানুয়ারি ১৬, ২০১৬
চাঁদপুর প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরের স্থানীয় পত্রিকায় কর্মরত সংবাদকর্মী, চতুর্থ শ্রেণির কর্মচারী ও পত্রিকা হকারদের মধ্যে  শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

হাশেম খান-পারভীন ট্রাস্ট ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এবং চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।



শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব অডিটরিয়ামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীর সঞ্চায়লনায় এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশাসহ প্রেসক্লাবের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।