ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, জানুয়ারি ১৬, ২০১৬
নারায়ণগঞ্জে ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে কিশোরীর মা বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


 
অভিযোগে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় আমার কিশোরী মেয়েকে ওষুধ আনার জন্য দোকানে পাঠাই। ওই সময়ে বন্দর শাহী মসজিদ নূরবাগ এলাকার শাহ আলম মিয়ার বিবাহিত বখাটে ছেলে আলামিন আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে তার নিজ বাড়িতে আটক রেখে নানা ভয় দেখিয়ে ধর্ষণ করে।

স্থানীয় পঞ্চায়েতের কাছে বিচার না পেয়ে আমি শনিবার দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ করি।   এ ঘটনায় বন্দর কুশিয়ারা এলাকায় এক অনুষ্ঠানে এমপি সেলিম ওসমানের কাছে গেলে তিনি বন্দর থানা পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
 
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত ও অভিযুক্তকে আটকে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।