ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

বঙ্গবাজার এলাকা থেকে ইডেন কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, জানুয়ারি ১৬, ২০১৬
বঙ্গবাজার এলাকা থেকে ইডেন কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর বঙ্গবাজার এলাকার একটি বাড়ি থেকে ইডেন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতক (সম্মান) ২য় বর্ষের ছাত্রী জিদনী সুলতানা পূর্বার (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ জানুয়ানি) সন্ধ্যা ৭টার দিকে বঙ্গবাজার এলাকায় জিদনীর খালার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



বিষয়টি আত্মহত্যা দাবি করে জিদনীর খালু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক এইচএম মাহাবুব রহমান জানান, সন্ধ্যায় জিদনী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিলে মুমূর্ষু অবস্থায় ‍উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিদনীকে মৃত ঘোষণা করেন।

গত ৬ মাস ধরে জিদনী হজম সমস্যায় ভুগছিল, যোগ করেন মাহাবুব।

মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, জিদনী সুলতানা পূর্বা মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এজেডএস/ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।