ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

সিলেটে বনফুলের ২ কর্মচারী হত্যার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫০, জানুয়ারি ১৬, ২০১৬
সিলেটে বনফুলের ২ কর্মচারী হত্যার প্রধান আসামি গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে বনফুল অ্যান্ড কোম্পানির দুই কর্মচারী খুনের প্রধান আসামি আফজাল হোসেন ওরফে রাজীবকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

শুক্রবার (১৫ জানুয়ারি) জৈন্তাপুর দরবস্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজীব সিলেট সদর উপজেলার শাহপরান থানার খাদিমপাড়া পূর্ব দলইপাড়ার মালাই মিয়ার ছেলে। তার বিরুদ্ধে শাহপরান থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

শুক্রবার রাতে র‌্যাব-৯ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম’র নেতৃত্বে শুক্রবার অভিযান চালিয়ে রাজীবকে গ্রেফতার করা হয়। তাকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ৮ জানুয়ারি, শুক্রবার রাত ৮টার দিকে খাদিমপাড়া বিসিক শিল্পনগরী এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন বনফুলের দুই কর্মচারী রাজু মিয়া (১৯) ও তাবু মিয়া (২৫)। গুরুতর আহত হন আরেক কর্মচারী রাসেল আহমদ (২২)।
এ ঘটনায় ওইদিন রাতেই নিহত রাজু মিয়ার ভাই মাসুদ পারভেজ বাদী হয়ে নগরীর শাহপরান থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এনইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।