ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

ইজতেমা ময়দানে দগ্ধ নারীর ঢামেকে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, জানুয়ারি ১৫, ২০১৬
ইজতেমা ময়দানে দগ্ধ নারীর ঢামেকে মৃত্যু ছবি: ফাইল ফটো

ঢাকা: ইজতেমা ময়দানে রান্নার সময় আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা হাবিবা (৪৫) নামে এক নারী মারা গেছেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


 
নিহত হাবিবার (৪৫) নাম-পরিচয় জানা যায়নি। রাত সাড়ে ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতদেহ নেওয়ার জন্য তার কোনো স্বজন হাসপাতালে আসেনি।
 
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক অগ্নিদগ্ধ নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে কিছু লোক হাবিবাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসে। তারা জানায়, হাবিবা ইজতেমার ময়দানে রান্নার কাজ করার সময় চুলার আগুনে দগ্ধ হয়েছেন।

মোজাম্মেল হক আরও জানান, তার শরীরের ৯২ শতাংশ দগ্ধ হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।