ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় পণ্য তৈরির কারখানা সিলগালা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, জানুয়ারি ১৪, ২০১৬
আশুলিয়ায় পণ্য তৈরির কারখানা সিলগালা

আশুলিয়া(ঢাকা): লাইসেন্সহীন ও বিএসটিআই’র অনুমতি ছাড়া পণ্য তৈরি করে বাজারজাত করার দায়ে সাভারের আশুলিয়ায় একটি কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার জিরাবো এলাকার ইরা ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন নামে কারখানাটি সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত।



আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ পারভেজ বসুনিয়া জানান, উত্তরা-৫ আমর্ড পুলিশ ব্যাটেলিয়নের উদ্যোগে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

লাইসেন্সহীন ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কয়েল, শ্যাম্পুসহ বিভিন্ন পণ্য তৈরি করে বাজারজাত করায় ইরা ইন্ডাস্ট্রিয়াল করপোরেশনের মালিক এরশাদ হোসেনের এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ প্রায় ৪ কোটি টাকার পণ্য আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫ আমর্ড পুলিশ ব্যাটেলিয়নের সিনিয়র এএসপি আমিরুল ইসলাম, বিএসটিআই’র ফিল্ড ম্যানেজার শহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।