ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ঘিওরে পলিথিন ব্যাগ বিক্রির দায়ে ৬ ব্যবাসায়ীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, জানুয়ারি ১৩, ২০১৬
ঘিওরে পলিথিন ব্যাগ বিক্রির দায়ে ৬ ব্যবাসায়ীর জরিমানা

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলার ঘিওর বাজারে অভিযান চালিয়ে ২৭৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ ও ছয় ব্যবসায়ীকে এক লাখ ৩০ হাজার জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের টাস্ক ফোর্স-১।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে পরিবেশ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মোহাম্মদ ফারাবীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।



মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, জেলার ঘিওর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ওই বাজারের ব্যবসায়ী শিবালয় উপজেলার শাকরাইল গ্রামের সুব্রতের ছেলে সেন্টুকে ৫০ হাজার, শিবালয় উপজেলার শশিনাড়া গ্রামের মদন দাসকে ৩০ হাজার, অটলকে ২০ হাজার, রিমন খান, আনছার আলী ও জুবায়েরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ সময় তাদের দোকান থেকে ২৭৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন (পিং ব্যাগ) উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।