ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

মুন্সীগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ৭ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, জানুয়ারি ১২, ২০১৬
মুন্সীগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ৭ বছর কারাদণ্ড ছবি : প্রতীকী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে অস্ত্র মামলার রকি বেপারী (১৮) নামে এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় স্পেশাল ট্রাইব্যুন্যাল আদালতের বিচারক মোহাম্মদ শওকত আলী চৌধুরী এ রায় দেন।



দণ্ড পাওয়া আসামি রকি লৌহজং উপজেলার দক্ষিণ যশোলদিয়া গ্রামের মৃত ইদ্রিস বেপারীরর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন রকি। দীর্ঘ শুনানিতে ১৪জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আসামি রকিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।