ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

আবারও পুরস্কৃত শ্রীমঙ্গলের ওসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৪, জানুয়ারি ১২, ২০১৬
আবারও পুরস্কৃত শ্রীমঙ্গলের ওসি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): দ্বিতীয়বারের মতো সিলেট বিভাগের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুরস্কৃত হলেন শ্রীমঙ্গল থানার মোহাম্মদ মাহবুবুর রহমান।

সোমবার (১১ জানুয়ারি) সকালে সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান তার কার্যালয়ে মাহবুবুর রহমানের হাতে এ সম্মাননা সনদ ও নগদ অর্থ তুলে দেন।



এ সময় অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ আলী ভূইয়া ও সিলেট বিভাগের চার জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাহবুবুর রহমান ২০১০ সালের অক্টোবর মাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যান। মিশন থেকে ফিরে এসে তিনি সিলেট বিভাগের একাধিক থানায় অত্যন্ত সুনামের সঙ্গে ওসির দায়িত্ব পালন করেন। গত বছরের ২৭ জুলাই তিনি শ্রীমঙ্গল থানার ওসি হিসেবে যোগদান করেন।

মাহবুবুর রহমান শ্রীমঙ্গল থানায় যোগদানের পর থেকে সন্ত্রাস, ডাকাতি, চুরি, চাঁদাবাজি, ছিনতাই, দেহব্যবসাসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে উল্লেখযোগ্য প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলেন। যা জনসাধারণের মনে দৃষ্টান্ত হিসেবে ঠাঁই পায়।

উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলার উন্নয়নে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধীসহ বিভিন্ন গণসচেতনতামূলক সভা-সমাবেশও করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বিবিবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।