ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

বেসিক ব্যাংকের অপসারিত ২ ডিএমডিসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, জানুয়ারি ৭, ২০১৬
বেসিক ব্যাংকের অপসারিত ২ ডিএমডিসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ

ঢাকা: বেসিক ব্যাং‌কের দুই হাজার কো‌টি টাকা ঋণ কে‌লেঙ্কা‌রির মামলার তদ‌ন্তে ব্যাংকের অপসারিত দুই উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
তারা হলেন- মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি বেসিক ব্যাংকের ডিএমডি ফজলু সোবহান, মো. সেলিম এবং ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শিপার আহমেদ।



বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুর ২টায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়।

দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঋণ জালিয়াতিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ওই কর্মকর্তাদের বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এডিএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।