ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

আখাউড়ায় গাঁজাসহ আটক ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৫, ডিসেম্বর ১০, ২০১৫
আখাউড়ায় গাঁজাসহ আটক ২ ছবি: প্রতীকী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাঁজাসহ জাহাঙ্গীর হোসেন (৪২) ও খোকন মিয়া (৩০) নামে দু’জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৯ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।



আটক জাহাঙ্গীর শরীয়তপুরের বৈদ্য গ্রামের ইমাম সরদারের ছেলে ও খোকন মিয়া সিলেট দক্ষিণ সুরমার বটেশ্বর এলাকার নাঈম মিয়ার ছেলে।

আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পৌরশহরের খরমপুর রেল ক্রসিং এলাকা থেকে তাদের ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।