ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

বিবি রাসেল ও তাইবুন নাহার পেলেন রোকেয়া পদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, ডিসেম্বর ৯, ২০১৫
বিবি রাসেল ও তাইবুন নাহার পেলেন রোকেয়া পদক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বিবি রাসেল ও ড. তাইবুন নাহার রশীদের হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী।



এর আগে নারীর শিক্ষা বিস্তার, নারীর সামাজিক অধিকার প্রতিষ্ঠা, নারী জাগরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই দুই বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে বেগম রোকেয়া পদক-২০১৫তে ভূষিত করে সরকার।

গত ০৫ নভেম্বর জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই দুই নারীকে পুরস্কার প্রদানের সুপারিশ করে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এমইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।