ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

নীরবের ময়নাতদন্ত করছে ঢামেক ফরেনসিক বোর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, ডিসেম্বর ৯, ২০১৫
নীরবের ময়নাতদন্ত করছে ঢামেক ফরেনসিক বোর্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ম্যানহোলে পড়ে নিহত শিশু সাইফুল ইসলাম নীরবের ময়নাতদন্ত করছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সমন্বিত বোর্ড।

বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে তার ময়নাতদন্ত শুরু করে বোর্ড।

এ বোর্ডের সদস্যরা হলেন- ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান কাজী আবু সামা, ডা. কাজী শফিউজ্জামান ও ডা. প্রদীপ বিশ্বাস।

এর আগে মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর শ্যামপুর কদমতলী এলাকায় সুয়ারেজ লাইনে পড়ে যায় শিশু নীরব। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর রাত ৮টা ২০ মিনিটে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয় তাকে। কিন্তু তার আগেই নিভে যায় তার প্রাণ।

উদ্ধারের পরপরই নীরবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এজেডএস/আরএম

** নীরবের মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়নি
** খেলতে গিয়ে ম্যানহোলে পড়ে যায় শিশু নীরব
** উদ্ধারের আগেই নিভে যায় নীরবের প্রাণ
** শিশু নীরবকে মৃত ঘোষণা চিকিৎসকের
** ‘খোলা ম্যানহোলের ঢাকনা বন্ধে ব্যবস্থা নিতে হবে’
** ম্যানহোলে পড়া শিশু নীরব ঢামেকে
** ম্যানহোলে পড়া শিশু নীরব উদ্ধার বুড়িগঙ্গায়
** এখনও খোঁজ নেই শিশু নীরবের, উদ্ধার কাজ চলছে
** শ্যামপুরে ম্যানহোলে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।