ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

খুলনা-যশোরের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, ডিসেম্বর ৮, ২০১৫
খুলনা-যশোরের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ (ফাইল ফটো)

কুষ্টিয়া: কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশনের লেভেল ক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর মহানন্দা এক্সপ্রেস ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে খুলনা-যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

পোড়াদহ রেলওয়ে স্টেশনের বুকিং মাস্টার আব্দুল আলীম বাংলানিউজকে বলেন, ট্রেনের দুই বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীরা পোড়াদহ স্টেশনে অপেক্ষা করছে। ট্রেনটি উদ্ধারে উদ্ধারকারী কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে, রাত সোয়া ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনের উদ্ধার কাজ শুরু হয়নি।

পোড়াদহ স্টেশন মাস্টার শরিফ উদ্দিন বাংলানিউজকে বলেন, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। রাত সোয়া ৯টা নাগাদ উদ্ধার কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।