ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

ম্যানহোলে শিশু

এখনও খোঁজ নেই শিশু নীরবের, উদ্ধার কাজ চলছে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, ডিসেম্বর ৮, ২০১৫
এখনও খোঁজ নেই শিশু নীরবের, উদ্ধার কাজ চলছে

ঢাকা: রাজধানীর শ্যামপুরে ম্যানহোলের গর্তে পড়ে যাওয়া শিশু নীরবের কোনো খোঁজ এখনও মেলেনি। তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।



এর আগে মঙ্গলবার (ডিসেম্বর ০৮) বিকেল পৌনে ৫টার দিকে খেলতে খেলতে ম্যানহোলের গর্ত দিয়ে সুয়ারেজ লাইনে পড়ে যায় নীরব নামের ৫ বছরের ওই শিশু। তার পিতার ‍নাম মো.রেজাউল।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, রাজধানীর শ্যামপুর মাঠ সংলগ্ন এলাকায় নীরবদের বাসা। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।

এ ব্যাপারে ফায়ার সা‍র্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভজন সরকার বাংলানিউজকে জানান,শিশুটি ম্যানহোলে পড়ে যাওয়ার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একদল কর্মী উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

তিনি আরও জানান, ম্যানহোলটি অনেক বড় এবং এর ভেতরে প্রচণ্ড স্রোত থাকায় শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পানিও বেশ কালো। এতে শিশুটির অবস্থান অনুমান করাও সম্ভব হয়ে উঠছে না।

প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা,ডিসেম্বর ০৮, ২০১৫
এজেডএস/এনএইচএফ/আইএ/আরআই

** শ্যামপুরে ম্যানহোলে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।