ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

বিডি ফুডসের ২৬ লাখ টাকা লুটের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, ডিসেম্বর ৮, ২০১৫
বিডি ফুডসের ২৬ লাখ টাকা লুটের অভিযোগ

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকার বিডি ফুডস লিমিটেড কারখানার শ্রমিকদের বেতনের ২৬ লাখ ১০ হাজার ২৭৭ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে এ অভিযোগ মেলে।



কারখানার ম্যানেজার মো. বাহাদুর আলী ঘটনা বিষয়ে বাংলানিউজকে জানান, সকাল ১১টার দিকে ইসলামী ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা থেকে বেতনের ২৬ লাখ ১০ হাজার ২৭৭ টাকা তুলে কারখানার উদ্দেশে রওয়ানা দেয় একটি কর্মচারী দল। পথে মাস্টার বাড়ি ভাওয়াল মির্জাপুর সড়কের নান্দুয়াইন এলাকায় পৌঁছালে বেলা ১২টার দিকে দু’টি মোটর সাইকেলযোগে পাঁচজন দুর্বৃত্ত মাইক্রোবাসের গতিরোধ করে। তারা রড দিয়ে গাড়ির কাচ ভেঙে, চালক লিটন মিয়া, হিসাব রক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন, নিরাপত্তাকর্মী আবুল হোসেন ও শাহদাত হোসেনকে মারধর করে।

তিনি জানান, পরে অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তাদের হামলায় আহত চারজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজমুল হক ভূইয়া জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এতো বড় অংকের টাকা ব্যাংক থেকে কারখানায় নেওয়ার ক্ষেত্রে পুলিশকে আগে থেকে জানানো উচিত ছিল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।