ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

পটুয়াখালী মুক্ত দিবসে বিভিন্ন কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, ডিসেম্বর ৮, ২০১৫
পটুয়াখালী মুক্ত দিবসে বিভিন্ন কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৮ ডিসেম্বর পটুয়াখালী মুক্ত দিবস।

এ উপলক্ষে বেলা ১১টায় পটুয়াখালী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগসহ বিভিন্ন সংগঠন র‌্যালিতে অংশ নেয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আ. হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন।

পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।