ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

পিরোজপুর হানাদারমুক্ত দিবস মঙ্গলবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৫, ডিসেম্বর ৮, ২০১৫
পিরোজপুর হানাদারমুক্ত দিবস মঙ্গলবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: ৮ ডিসেম্বর পিরোজপুর হানাদার মুক্ত হয়। ১৯৭১ সালের মহান ‍মুক্তিযুদ্ধের এই দিনে পাক হানাদারদের কবল থেকে মুক্ত হয় পিরোজপুর।



এদিন বাংলার দামাল মুক্তিযোদ্ধারা পিরোজপুর থেকে পাক বাহিনীকে হটিয়ে পিরোজপুরে উড়িয়ে দেন স্বাধীন বাংলাদেশের পতাকা।

দিবসটি উদযাপনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী।
 
বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।