ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

ফুলবাড়িয়া মুক্ত দিবস মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৬, ডিসেম্বর ৮, ২০১৫
ফুলবাড়িয়া মুক্ত দিবস মঙ্গলবার

 ময়মনসিংহ: ঐতিহাসিক ৮ ডিসেম্বর আজ। ১৯৭১ সালের ওইদিনে ময়মনসিংহের ফুলবাড়িয়ার আকাশে উঠে স্বাধীন সূর্য।

দলে দলে মুক্তিযোদ্ধারা উপজেলা সদরে প্রবেশ করেন। হাতে রাইফেল ও বাংলাদেশের মানচিত্র খচিত রক্তলাল সূর্য সংবলিত সবুজ জমিনের পতাকা। মুখে বিজয়ের হাসি।

জানা গেছে, এ মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিজয় ৠালি ও  মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্তরে আলোচনাসভা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন।

মহান মুক্তিযুদ্ধে উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে পাক সেনাদের সঙ্গে বাংলা মায়ের দামাল ছেলেদের যুদ্ধ ছিল বহুল আলোচিত। টানা ৭২ ঘণ্টা হয়েছিল এ যুদ্ধ।

ওই সময় পাক সেনারা ইউনিয়ন পরিষদের ছাদের উপর মেশিনগান রেখে গুলি করে অসংখ্য মানুষ হত্যা করেছিল। আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল ৫টি গ্রাম।

ক্যাম্পে ধরে আনা মানুষজনকে স্থানীয় বানার নদীর ব্রিজের উপর সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে লাশ ফেলে দিত বানার নদীতে।

৭ ডিসেম্বর রাতে ফুলবাড়িয়া সদরে পাকিস্তানিদের ক্যাম্প ঘিরে ফেলে মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের বজ্র কঠিন গেরিলা আক্রমণে ৮ ডিসেম্বর ফুলবাড়িয়ার মাটি ছেড়ে লেজ গুটিয়ে পালিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। মুক্ত হয় ফুলবাড়িয়া।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।