ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ঈশ্বরদী ও ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত

ডেস্ক নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, জানুয়ারি ২৫, ২০১৫
ঈশ্বরদী ও ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত

ঢাকা: পাবনার ঈশ্বরদী ও ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল।



বাংলানিউজের উপজেলা ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

ঈশ্বরদী(পাবনা): পাবনার ঈশ্বরদী থেকে খুলনাগামী মালবাহী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার মেইন লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের স্থানীয় কর্মকর্তারা বলেন, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ট্রেন চালকদের খাম-খেয়ালিপনায় এ দুর্ঘটনা ঘটেছে।

তারা জানান, মাত্র দুই দিন আগে স্থাপন করা নতুন লাইনে যে স্পিডে ট্রেন চালানোর কথা তার চেয়ে দ্বিগুণ গতিতে ট্রেন চালানোর কারণে স্টাডিং পয়েন্ট থেকে মাত্র ২শ’ ফুট যেতে না যেতেই বিকট শব্দে লাইনচ্যুত হয় মালবাহী ট্রেনটি।

ট্রেনের চালক (চুক্তিভিত্তিক) আবু সিকান্দার বাংলানিউজকে জানান, রেল লাইনে ত্রুটি থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মোশাররফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুপুর পৌনে ৩টার দিকে এ প্রতিবেদন লেখার সময় উদ্ধারকারী  ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলস্টেশনের কাছে সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আখাউড়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত কেবিন মাস্টার জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

** ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ
** ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ৪ বগি লাইনচ্যুত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।