ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

সহিংসতা বন্ধে ক্রীড়া পরিবারের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, জানুয়ারি ২৫, ২০১৫
সহিংসতা বন্ধে ক্রীড়া পরিবারের মানববন্ধন

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে দেশব্যাপী চলমান বোমা হামলা, সন্ত্রাসী ও সহিংসতা বন্ধ ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত ক্রীড়া পরিবার ও বাংলাদেশ স্কেটিং ফেডারেশন।
 
রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।
 
মানববন্ধনে দাবি জানানো হয়- আগুনে পুড়িয়ে মানুষ হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আন্দোলনের নামে বোমা মারা, সন্ত্রাসী, সহিংসতা বন্ধ করতে হবে, নারী,-শিশু ও মানুষ হত্যার রাজনীতিকে ঘৃণা জানাতে হবে, অবিলম্বে দুষ্কৃতিকারীদের আটক করে কঠোর শাস্তি দিতে হবে।
 
মানববন্ধনে অংশ নিয়ে শিশু মেহরাব ইসলাম তন্ময় বলে, এদেশে আর কোনো মানুষকে জ্বালিয়ে হত্যার দৃশ্য দেখতে চাই না। কোনো শিশুর সুন্দর মুখখানি যেন আর না জ্বলে-পুড়ে যায়। কোনো মাকে যেন দগ্ধ হয়ে শিশুকে নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে না হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিশু সাব্বির, তৌকির ও মাসুমও একই দাবি জানিয়েছে।
 
সম্মিলিত ক্রীড়া পরিবারের সদস্য সচিব ফজলুর রহমান বাবুলের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- দেওয়ান শরিফুল আরেফিন টুটুল, হাসানুজ্জামান খান বাবলু, শেখ মো. আসলাম, সত্যজিৎ দাস রপু, ইমজিয়াজ সুলতান জনি প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।