ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

সোনাগাজী মডেল থানায় নতুন ওসির যোগদান

ডিস্ট্রিক্ট করেসপোন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, জানুয়ারি ২৫, ২০১৫
সোনাগাজী মডেল থানায় নতুন ওসির যোগদান

ফেনী: ফেনীর সোনাগাজী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) হিসেবে পুনরায় যোগদান করেছেন নবীর হোসেন।

এর আগে তিনি ২০১৩ সালের ২২ জানুয়ারি সোনাগাজী থানা থেকে বদলি হয়ে কুমিল্লার তিতাস থানায় যোগদান করেন।

এর পর তিতাস থানা থেকে তিনি ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ওসির পদে যোগ দেন।

রোববার (২৫ জানুয়ারি) সকালে তিনি থেকে সোনাগাজী মডেল থানায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এর আগে সোনাগাজী থানার ওসি ছিলেন আরিফ ইকবাল।

ওসি নবীর হোসেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সব রকম অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।