ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

রূপালী ব্যাংকের ছয় অফিসারকে মারধর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, জানুয়ারি ২৫, ২০১৫
রূপালী ব্যাংকের ছয় অফিসারকে মারধর

ঢাকা: রূপালী ব্যাংকের মতিঝিলের প্রধান শাখার ছয় প্রিন্সিপল অফিসারকে মারধর করে আহত করেছেন কর্মচারীরা।   আহতরা হলেন- আল্লামা ইকবাল রানা, ইসমাইল হোসেন, নিয়াজ মোর্শেদ, শওকত হাসান সজল, শামসুল হক ইভান ও ফরিদ উদ্দিন জুয়েল।

এদের সবার বয়স ৩০ থেকে ৩২ এর মধ্যে।

রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রূপালী ব্যাংকের প্রিন্সিপল অফিসার জাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, রূপালী ব্যাংকের অফিসারদের নিয়ে একটি অ্যাসোসিয়েশন করার চিন্তা করছিলাম। এতে নির্বাচনের ব্যবস্থাও রাখার কথাও হয়। এর বিরোধীতা করে সিবিএ নেতা মোস্তফা কাদির, রুবেল হোসেন, বাচ্চু ও মিন্টুসহ অন্যরা ব্যাংকটির প্রধান শাখার ছয় প্রিন্সিপল অফিসারকে মারধর করেন।

আহত আল্লামা ইকবাল রানা বাংলানিউজকে জানান, তারা সবাই রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রিন্সিপল অফিসার। রূপালী ব্যাংকের সিবিআই নেতারা তাদের লাঠিসোটা দিয়ে পেটায়।

আহতরা সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।