ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

সুন্দরগঞ্জে যুবকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫২, জানুয়ারি ২৫, ২০১৫
সুন্দরগঞ্জে যুবকের মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাঞ্চিবাড়ী ইউনিয়নের নওরাজের বিল থেকে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃত সাইফুল ওই ইউনিয়নের কালির খামার গ্রামের আকবর আলীর ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা কাঞ্চিবাড়ী ইউনিয়নের নওরাজের বিলে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, মৃতদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।