মাগুরা: মাগুরা শহরের ভায়নার মোড়ে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির চাপায় মো. বিল্লাল হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ব্যাটারি চালিত অটোরিকশার চালক বিল্লাল হোসেন সদর উপজেলার বলেশ্বরপুর গ্রামের মো. বশিরুল্লাহর ছেলে।
মাগুরা ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফরহাদ হোসেন বাংলানিউজকে জানান, সকালে ভায়নার মোড়ে একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিকশা ও অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে একটি অটোরিকশা থেকে চালক বিল্লাল রাস্তায় পড়ে যান। এসময় ওই ভটভটি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, দুর্ঘটনার পরই ভটভটি চালক পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়িটি আটক করে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫