ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

কম্পিউটারের হার্ডডিস্ক থেকে দুই কেজি স্বর্ণ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, জানুয়ারি ২৫, ২০১৫
কম্পিউটারের হার্ডডিস্ক থেকে দুই কেজি স্বর্ণ উদ্ধার ছবি : প্রতীকী

ঢাকা: হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে কম্পিউটারের হার্ডডিস্ক থেকে দুই কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।   

রোববার (২৫ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে ফরেন পোস্ট অফিসে আসা হার্ডডিস্কটি তল্লাশি করে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

 

চীনের হংকং থেকে কম্পিউটার বক্সের ভেতরে স্কসটেপে মোড়ানো অবস্থায় আসা স্বর্ণের বিশটি বার বিমানবন্দরে এসে পৌঁছে। ২ কেজি ওজনের এ স্বর্ণ আসার তথ্য গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

পার্সেলটি যার নামে এসেছে তার পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে বলে বাংলানিউজকে জানিয়েছেন বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার জিয়াউদ্দিন।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।