ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বেনাপোলে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, জানুয়ারি ২৫, ২০১৫
বেনাপোলে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৩ প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।  

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৬টার দিকে তাদের আটক করা হয়।



‍আটকরা হলেন, বেনাপোলের দৌলতপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী রহমত (২৮), ভবারবেড় গ্রামের মিঠুর ছেলে মিদুল (১৮) ও নারাণপুর গ্রামের সুলতান কামালের ছেলে সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম (৫০)।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।