ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, জানুয়ারি ২৫, ২০১৫
চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবু চন্দ্র রায় (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



মৃত বাবু উপজেলার আলোকডিহি ইউপির গোছাহার গ্রামের বাসিন্দা।

চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ বাংলানিউজকে জানান, সকালে বাবু জমিতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচমোটরে সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে চিরিরবন্দর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।