ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

সাড়ে ১০ ঘণ্টা বিদ্যুতহীন সিলেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, জানুয়ারি ২৪, ২০১৫
সাড়ে ১০ ঘণ্টা বিদ্যুতহীন সিলেট

সিলেট: সাড়ে ১০ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন সিলেট নগরী। শনিবার (২৪ জানুয়ারি) ভোর ৫টা থেকে বিকেল সাড়ে ৩টা (এ রিপোর্ট লেখা পর্যন্ত) শহরে বিদ্যুৎ নেই।



এতে করে বিপাকে পড়েছে নগরবাসী। অগত্যা জেনারেটরের দিয়ে কাজ সারছে অনেক প্রতিষ্ঠান।
 
সিলেট বিদ্যুত উন্নয়ন বোর্ড সিলেট-২ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বাংলানিউজকে জানান- অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু গোল্ডকাপ উপলক্ষ্যে কিছু লাইন মেরামত কাজ চলছে। এছাড়া নগরীর সাব স্টেশনের ক্যাপাসিটি বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে। ওই সাব স্টেশনে ১০ মেগাওয়াটের ২টির স্থলে তিনটি ট্রান্সফর্মার করা হচ্ছে।

এ কারণে বিদ্যুৎ সংযোগে সাময়িক সমস্যা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিকেল ৫টার দিকে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।