ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে কোকোর মৃত্যুর খবরে এরইমধ্যে আত্বীয়-স্বজনেরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার গুলশানের কার্যালয়ে আসা শুরু করেছেন। আসছেন বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও।
এছাড়া আরাফাত রহমান কোকোর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। এসব শোক বার্তায় তার রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
২০০৭ সালের ৩ সেপ্টেম্বর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির অভিযোগে ঢাকা সেনানিবাসের মইনুল হোসেন রোডের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
এরপর ২০০৮ সালের মে মাসে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তিনি। তারপর থেকে তিনি বিদেশেই অবস্থান করছিলেন। স্ত্রী ও ২ মেয়ে তার সঙ্গে বিদেশেই অবস্থান করছিলেন।
আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। একটি মামলায় তার অনুপস্থিতিতে ২০১১ সালে তার ৬ বছরের সাজাও হয়।
** কোকোর মৃত্যুতে সাভার-আশুলিয়া থানা বিএনপির শোক
** কোকোর মরদেহে প্রবাসীদের শেষ শ্রদ্ধা
** কোকোর মৃত্যুতে জামায়াতের শোক
** কোকোর মরদেহে প্রবাসীদের শেষ শ্রদ্ধা
** কোকোর মৃত্যুতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শোক
** কোকোর মৃত্যুতে মাসুম আহমেদ তালুকদারের শোক
** কোকোর মৃত্যুতে ন্যাপ’র শোক
** কোকোর মৃত্যুতে লেবার পার্টির শোক
** কোকোর মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রদলের শোক
** কোকোর মরদেহ আসছে সোমবার
** শোকে বিহ্বল সন্তানহারা খালেদা
** কোকোর মৃত্যুতে কর্নেল অলির শোক
** খালেদার কার্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার
** শোকাহত খালেদার পাশে স্বজন-সহকর্মী
** কোকোর মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রদলের শোক
** কোকোর মৃত্যুতে ইসলামিক পার্টির শোক
** কোকোর মৃত্যুতে আবদুল্লাহ আল নোমানের শোক
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫/আপডেটড- ১৫৫০ ঘণ্টা